ক্রিকেটের সর্বকালের সেরার বিতর্কে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান অবিসংবাদিত। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির ব্যবহৃত একটি বিরল ব্যাগি গ্রিন ক্যাপ সম্প্রতি নিলামে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে।
ঐতিহাসিক নিলামটি অস্ট্রেলিয়া ডে উপলক্ষে গোল্ড কোস্টে লয়েডস অকশনসে অনুষ্ঠিত হয়। ব্র্যাডম্যানের পরিহিত ব্যাগি গ্রিন ক্যাপটি নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্ট্রেলিয়ান সংগ্রাহক ৪৬০,০০০ ডলারে (প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা) সংগ্রহ করেছে। এটি ব্র্যাডম্যানের কোনো ক্যাপের জন্য এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যের রেকর্ড। দরদাতা নিশ্চিত করেছেন, এই মূল্যবান ক্যাপটি একটি গুরুত্বপূর্ণ জাদুঘরে প্রদর্শিত হবে, যাতে সাধারণ মানুষ এটি দেখতে পারেন।
১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে ব্র্যাডম্যান নিজ হাতে এই ক্যাপটি উপহার দেন সতীর্থ টেস্ট ক্রিকেটার এস ডব্লিউ সোহোনিকে। এটি ছিল ঘরের মাঠে এই কিংবদন্তির শেষ টেস্ট সিরিজ। ১৯৪৮ সালে অবসর নেওয়ার আগে ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটে রেখে যান অতুলনীয় ৯৯.৯৪ গড়, যা আজও তাকে ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটার হিসেবে চিরস্মরণীয় করে রেখেছে। উল্লেখ্য, ক্যাপটি ৭৫ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের কাছে ছিল এবং আগে কখনও জনসমক্ষে প্রদর্শিত বা বিক্রির জন্য তোলা হয়নি।
লয়েডসের নিলাম তালিকায় বলা হয়েছে, '১৯৪৭-৪৮ সালের এই অসাধারণ অস্ট্রেলিয়ান ব্যাগি গ্রিন ক্যাপ, যা ফার্মার্স সিডনি নির্মিত এবং ক্রিকেট কোট অব আর্মস সংবলিত- ক্রিকেট ইতিহাসের এক অনন্য অংশ উন্মোচন করে। দীর্ঘদিন ধরে পারিবারিক সংগ্রহে লালিত এই ক্যাপটি আপনাকে ডন ব্র্যাডম্যানের অজেয় যুগ এবং ভারতীয় দলের সঙ্গে এক স্মরণীয় বিনিময়ের সঙ্গে যুক্ত করবে।'
ব্র্যাডম্যানের যুগের ব্যাগি গ্রিন ক্যাপগুলো অত্যন্ত দুর্লভ, হাতে গোনা মাত্র কয়েকটি টিকে আছে। যার ফলে এগুলো ক্রিকেট স্মারক জগতের সবচেয়ে কাঙ্ক্ষিত নিদর্শনের মধ্যে পড়ে। এই রেকর্ডভাঙা বিক্রি কেবল ব্র্যাডম্যানের চিরন্তন উত্তরাধিকারকেই জোরালো করে না, বরং অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্যের বিপুল সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্যও তুলে ধরে।
অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্টে ব্র্যাডম্যান অবিশ্বাস্য ৯৯.৯৪ গড়ে করেছেন ৬,৯৯৬ রান। ক্রিকেট ইতিহাসেই যেটি সর্বোচ্চ গড়ের বিশ্বরেকর্ড। তার নামের পাশে রয়েছে ২৯টি টেস্ট সেঞ্চুরি, যার মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরি। ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়াকে আধিপত্যের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় পর্যায়ে ছিলেন তিনি।
এমআই/এসএন