দেশের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও বুলিং করা নতুন ঘটনা নয়। দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে মিডিয়া জগতের অনেক তারকাকেও সামাজিক মাধ্যমে এসবের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তারকাদের নিয়ে ভুয়া ভিডিও-ছবি ছড়াতেও দেখা যায়। এবার এসব নিয়েই চটেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’
এছাড়া নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি সামনে এনে আক্ষেপের সুরে বুবলী বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রল করে।’
তিনি আরও জানান, এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না।
এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
পাশাপাশি বিদেশে থাকা কিছু কিছু প্রবাসীদের দ্বারা শিল্পীদের হেয় প্রতিপন্ন করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। সামাজিক মাধ্যমে বুলিং-ট্রলিং থেকে প্রতিকার পেতে তাই এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।
এমকে/টিএ