বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করে আইসিসি যে হটকারি আচরণ করেছে, তার সমালোচনা চলছে সব মহলে। তবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি মনে করিয়ে দিয়েছেন, এই সংস্থায় যে ভারতের প্রভাব বিদ্যমান। তাই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে অভিহিত করেছেন তিনি।
আইসিসি কেন বাংলাদেশের দাবি মেনে নিল না, এই আলোচনা এখন সবখানে। তবে বেশিরভাগ ক্রিকেট সংশ্লিষ্টেরই ধারণা, আইসিসি ভারতের প্রভাবমুক্ত নয়। তাই দিনশেষে ভারত যা চায়, আইসিসি সেই অবস্থানেই অটুট থাকে- এমন কথাও শোনা যায়।
পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, 'দেখুন আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এই জিনিসটাও দেখতে হবে।'
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
এদিকে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ। তিনিও আবার ভারতীয়। আইসিসির দায়িত্বে আসার আগে ছিলেন বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তা। আফ্রিদি বলেন, 'বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে, এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে। কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না।'
তবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিসিআই চাপে আছে বলেই দাবি করলেন আফ্রিদি। এছাড়া পাকিস্তানের সাথে পুরনো ইস্যু তো রয়েছেই। তিনি বলেন, 'বিসিসিআই নিজেরাই চাপে আছে। তারা পাকিস্তানের সাথে বা অন্যান্য জায়গায় খেলতে চায়, নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায়, কিন্তু তাদের সমস্যা ঐ ঘুরে ফিরে মোদি সরকারের ওপর চলে আসে। মোদি তো এমনিতে ভারতকে দুনিয়া জুড়ে হাসির পাত্র বানিয়েছে, এখন ক্রিকেটের মাধ্যমেও আমি মনে করি অনেক ঘৃণা ছড়াচ্ছে।'
আরআই/টিকে