একশব্দে বলা যায়, অবিশ্বাস্য। তবে বিস্তারিতভাবে বললে দেখা যায় এক গল্পের মধ্যে কত গভীরতা। এটি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের অন্যতম সফল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
সর্বশেষ তথ্য-প্রমাণ অনুযায়ী, এখন পর্যন্ত সিরিজটির ২৪টি পর্ব প্রকাশিত হয়েছে ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সব মিলিয়ে এই পর্বগুলোর মোট ভিউ ছাড়িয়েছে ২.৬ বিলিয়ন বা ২৬০ কোটি। এটি বাংলাদেশের যে কোনো নাটকের ক্ষেত্রে এক বিরল ও অনন্য রেকর্ড।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই সিরিজ ইউটিউব থেকে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান এবং আফ্রিকা থেকেও নিয়মিত উপভোগ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভিউ ইনসাইট এ প্রমাণিত।
২৭ জানুয়ারি দুপুরে সিরিজের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফেসবুকে জানালেন, “‘এটা আমাদেরই গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রায় ২.৬ বিলিয়ন ভিউ অর্জন করেছে। প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। দর্শকদের এই ভালোবাসার জন্য ধন্যবাদ।”
নাটকের মূল বিষয়বস্তু পারিবারিক বন্ধন, ভালোবাসা, অভিমান ও মমত্ববোধ। নির্মাণ দলের উদ্দেশ্য, দর্শক যেন নিজেদের জীবনের অংশ খুঁজে পান নাটকে। এজন্যই সিরিজটির ট্যাগ লাইন‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।
সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
উল্লেখযোগ্য, সিরিজটির শিরোনাম গানটি দর্শকের মধ্যে দারুণ জনপ্রিয়। আরফিন রুমির সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন দোলা।
এমকে/টিএ