২০২৬ সাল শুরু হতেই নিজের আসন্ন ছবির তালিকা প্রকাশ্যে এনেছিলেন দেব। নতুন কিছু নয় প্রতি বছরই বছরের শুরুতেই কোন কোন ছবি নিয়ে আসছেন, তা দর্শকদের জানিয়ে দেন তিনি।
তবে এবার সেই তালিকায় ছিল বড় চমক। ‘ধুমকেতু’-র পর আবার শুভশ্রীর সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব এই খবর সামনে আসতেই দর্শকদের মনে ঘোরাফেরা করতে শুরু করে আরেকটি প্রশ্ন। তাহলে রুক্মিণী মৈত্রের সঙ্গে আবার কবে দেখা যাবে দেবকে?
‘ব্যোমকেশ এবং দুর্গ রহস্য’-র পর প্রায় তিন বছর বড়পর্দায় দেখা যায়নি দেব-রুক্মিণী জুটিকে। সেই সঙ্গে ‘ধুমকেতু’ ছবির প্রচারেও রুক্মিণীর অনুপস্থিতি এবং দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তাঁকে না দেখা যাওয়ায় বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়। যদিও সম্প্রতি ঘাটালের একটি অনুষ্ঠানে দেবের হাত ধরে উপস্থিত হন রুক্মিণী যা দেখে অনেকটাই স্পষ্ট হয়ে যায়, দু’জনের মধ্যে কোনও বিভেদ নেই।
তবুও নতুন বছরে কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের নতুন ছবির ঘোষণা, এমনকি অঙ্কিতা মল্লিক ও ইধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার খবর সামনে আসতেই প্রশ্ন ওঠে তাহলে কি দেবের নায়িকা হিসেবে আর দেখা যাবে না রুক্মিণীকে?
উত্তরটা অবশ্য একেবারেই ‘না’। টলিউডের অন্দরের খবর অনুযায়ী, আবার একসঙ্গে বড়পর্দায় ফিরতে চলেছেন দেব-রুক্মিণী। শোনা যাচ্ছে, বিনয় মুদগিল পরিচালিত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতেই নাকি জুটি বাঁধছেন তাঁরা। এই ছবিতে দেব অভিনয় করবেন করিমুল হকের চরিত্রে, যাঁকে সবাই চেনে ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে।
গত বছর ২৫ ডিসেম্বর, নিজের জন্মদিনেই এই ছবির ঘোষণা করেছিলেন দেব। এটি তাঁর কেরিয়ারের ৫০তম ছবি হতে চলেছে, যা ২০২৬ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা। আর এই বিশেষ ছবিতে রুক্মিণী মৈত্রের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনুরাগীরা।
উল্লেখ্য, করিমুল হক নিজের মাকে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারার যন্ত্রণা থেকেই শুরু করেছিলেন এই মানবসেবা। নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থ মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় ‘অ্যাম্বুলেন্স দাদা’। এই মানবিক কাজের জন্যই তিনি পদ্ম সম্মানে সম্মানিত হন। এবার সেই অনুপ্রেরণার গল্পই বড়পর্দায় দেখবেন দর্শকরা দেব ও রুক্মিণীর জুটিতে।
এমকে/টিএ