হ্যামস্ট্রিং চোটে প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার প্যাট্রিক ডরগুকে। গত রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ডরগু। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক হাফ-ভলিতে দলকে এগিয়ে দেন ডেনমার্কের এই ফুটবলার। তবে ম্যাচের শেষদিকে উরুতে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন তিনি। ৮১ মিনিটে তাঁকে বদলি হিসেবে তুলে নেন কোচ মাইকেল ক্যারিক।
ম্যাচ শেষে অন্তর্বর্তীকালীন কোচ ক্যারিক প্রথমে বিষয়টিকে তেমন গুরুতর মনে করেননি। তিনি বলেছিলেন, ‘তার একটু ক্র্যাম্প হয়েছিল। আশা করছি বড় কিছু নয়। এখনই নিশ্চিত করে বলা কঠিন, তবে আমরা আশাবাদী।’
পরবর্তী পরীক্ষায় জানা গেছে, চোটটি ধারণার চেয়ে গুরুতর। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডরগু অন্তত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন। ২১ বছর বয়সী এই ফুটবলার প্রায় ১০ সপ্তাহ খেলতে পারবেন না। এতে ইউনাইটেডের পরবর্তী আট ম্যাচে তাঁর না খেলার শঙ্কা তৈরি হয়েছে।
চোটের কারণে ডেনমার্ক জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন ডরগু। মার্চের শেষদিকে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনাল খেলতে না পারার সম্ভাবনা প্রবল। ডেনমার্ক ফাইনালে উঠলে আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য প্লে-অফ ম্যাচটিও তাঁর খেলা হবে না।
ডরগুর জন্য সময়টা ছিল দারুণ ছন্দের। সাবেক কোচ রুবেন আমোরিমের সময়ে উইংব্যাক হিসেবে খেললেও ক্যারিক তাঁকে লেফট উইঙ্গারে সরিয়ে দেওয়ার পর আক্রমণে আরও কার্যকর হয়ে ওঠেন তিনি। আর্সেনালের বিপক্ষে গোলের আগে এক সপ্তাহ আগেই ম্যানচেস্টার ডার্বিতেও জাল কাঁপিয়েছিলেন ডরগু। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে তাঁর গোল ৩টি, অ্যাসিস্ট ৩টি।
কোচ ক্যারিকের কণ্ঠেও তাই ঝরে প্রশংসা, ‘শেষ কয়েক ম্যাচে আক্রমণে প্যাট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওর গতি, শক্তি আর মান দলকে আলাদা মাত্রা দিয়েছে।’ ডরগু এখন ইউনাইটেডের চোটের তালিকায় যোগ দিলেন ডিফেন্ডার মাতিয়াস ডি লিটের সঙ্গে। পিঠের সমস্যায় ডে লিট গত ১১ ম্যাচ ধরেই মাঠের বাইরে। ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে আগামী ১ ফেব্রুয়ারি, যেখানে তারা ঘরের মাঠে ফুলহামের মুখোমুখি হবে। বর্তমানে লিগ টেবিলের শীর্ষ চারেই রয়েছে ক্লাবটি।
আইকে/এসএন