ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি ২৪ ও ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
দিনের শুরুতে হামিদুর রহমান ২৪নং ওয়ার্ডের শহীদ নগর ১নং গলি ও বেড়িবাঁধ খেলার মাঠে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি জেএন সাহা রোড, মিষ্টি গলি ও কলাঘাট এলাকায় গণসংযোগ করেন। পথে তিনি স্থানীয় মুরুব্বিদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও পরামর্শ কামনা করেন।
এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণই রাজনীতির মূল শক্তি। আপনাদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানতেই আমি বারবার ছুটে আসছি। সবার সহযোগিতায় ঢাকা-৭ আসনকে একটি নিরাপদ, মানবিক ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।
বিকেলে ২৫নং ওয়ার্ডের জমিলা খাতুন স্কুল প্রাঙ্গণে এক বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। তার আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস/টিএ