ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিকাশে টাকা দিচ্ছে, আরেকটি দলের অপতৎপরতা আছে। তারা পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয়। এই দুটি চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-১০ আসনের হাজারীবাগ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
রবিউল আলম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিকাশে টাকা পাঠিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছে। বিশেষ এই রাজনৈতিক দলটি তার আসনে গুপ্তভাবে মানুষকে বিকাশে টাকা দিচ্ছে। তারা অনৈতিক ও অবৈধ পন্থায় ষড়যন্ত্র করছে। তবে গুপ্ত থাকায় তাদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।
ঢাকা-১০ আসনে কোনো ষড়যন্ত্র সফল হবে না দাবি করে ধানের শীষের এই প্রার্থী বলেন, জনগণ যেখানে সোচ্চার থাকে, প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে, আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব শ্রেণি-পেশার মানুষ থাকে, সেখানে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা নিরাপদ ভোটের মাঠ চাইছেন। ভোট নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, ম্যানিপুলেট করতে চায় কিংবা ভোট নস্যাৎ করতে চায়, জনগণ সেটা রুখে দেবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যোগ্য নেতৃত্ব বেছে নেবে বলে মন্তব্য করেন রবিউল আলম।
ঢাকা-১০ আসনে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা নাগরিক অধিকার নিশ্চিতে ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে তারা সমস্যাগুলো চিহ্নিত করেছেন। প্রতিনিধিত্ব পেলে এই এলাকার মানুষের নাগরিক সুবিধাগুলো নিশ্চিতে সর্বোচ্চ কাজ রাখব।
এমআর/টিএ