গত চব্বিশ ঘণ্টায় সঙ্গীত দুনিয়ায় যে সিদ্ধান্ত ঘিরে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা নিঃসন্দেহে অরিজিৎ সিংহের প্লেব্যাক গান থেকে সরে আসার ঘোষণা। বড়পর্দায় আর গান গাইবেন না এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগী থেকে সহশিল্পী, সকলের মনেই তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। সেই আবহেই এবার মুখ খুললেন গায়িকা শ্রেয়া ঘোষাল।
অরিজিৎ ও শ্রেয়া দু’জনেই এই সময়ের সবচেয়ে আলোচিত প্লেব্যাক শিল্পী। বহু জনপ্রিয় গানে তাঁদের কণ্ঠ একসঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেছে। তাই অরিজিতের এই সিদ্ধান্ত শ্রেয়ার কাছেও নিঃসন্দেহে আবেগের। তবে মনখারাপের বদলে তিনি বেছে নিলেন আশার ভাষা। সমাজমাধ্যমে শ্রেয়া লেখেন, এটি কোনও অধ্যায়ের শেষ নয়, বরং একটি নতুন শুরু। তাঁর কথায়, এত বড় মাপের একজন শিল্পীকে কখনওই কোনও নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখা উচিত নয়। অরিজিতের সামনে এখন আরও জোরে, আরও মুক্তভাবে গর্জে ওঠার সময়।
অরিজিৎ নিজেও তাঁর সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, এই ভাবনা তাঁর মধ্যে অনেক দিন ধরেই ছিল। একঘেয়েমি তাঁকে গ্রাস করছিল বলেই তিনি নতুন সঙ্গীতের খোঁজে বেরোতে চান। সেই ক্লান্তি থেকেই প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে বদলাবে কি না, সে প্রশ্নের উত্তর এখনো অজানা।
সব মিলিয়ে, যেখানে অনেকেই এই ঘোষণাকে অবসর বলে ধরে নিচ্ছেন, সেখানে শ্রেয়ার চোখে এটি এক নতুন যাত্রার সূচনা। অরিজিতের সুর যে থামছে না, বরং নতুন রূপে ফেরার অপেক্ষায়, সেই আশাতেই আপাতত ভরসা রাখছেন তাঁর সহশিল্পী ও অগণিত শ্রোতা।
পিআর/টিকে