স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর নেই। সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রযুক্তির সকল ব্যবহার নিশ্চিত করা হবে।’
এসময় তিনি অতীতের সব কটি নির্বাচনের পরিবেশ থেকে বর্তমানের পরিবেশ অনেক ভালো বলেও উল্লেখ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম। সিলেটের বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের চার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ