শ্রুতি হাসানের ৪০তম জন্মদিনের প্রাক্কালে ভক্তরা পেলেন এক অসাধারণ উপহার। দীর্ঘ মাস ধরে চলা গুজব এবং কল্পনার অবসান ঘটিয়ে এবার নিশ্চিত করা হলো, প্রভাস এবং শ্রুতি হাসানকে নিয়েblockbuster হিট “সালার”-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। নির্মাতা এবং প্রযোজক দল সোশ্যাল মিডিয়ায় একটি স্টাইলিশ ইঙ্গিত শেয়ার করে সবাইকে নিশ্চিত করেছেন, যে “সালার ২” আসছে।
সালার সেটের একটি ছবিতে ক্যাপশনে লেখা ছিল, “আদ্যা দেবকে দেখাচ্ছে, সালার ২-এ তার কী হয়!! তুমি কী মনে করো?” এই রহস্যময় পোস্টই প্রমাণ করেছে যে পরিচালক প্রশান্ত নীল সিক্যুয়েলের সঙ্গে সম্পূর্ণ যুক্ত, এবং সালার জগৎ আরও বড় হতে চলেছে।
আগের প্রতিবেদনে বলা হয়েছিল, যখন প্রশান্ত নীল জুনিয়র এনটিআরের “ড্রাগন” ছবির কাজ শেষ করবেন, তখন সরাসরি তিনি “সালার ২”-এর কাজে নামবেন। চিত্রনাট্য এবং প্রি-প্রোডাকশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রভাস এবং পরিচালক তাদের চলতি কাজ শেষ করার পরেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভক্তদের জন্য শ্রুতি হাসানের জন্মদিনের এ খবর নিঃসন্দেহে আনন্দের। “সালার”-এর বড়সড় সাফল্যের পর, এই আনুষ্ঠানিক ঘোষণা নতুন এক উত্তেজনাপূর্ণ সিনেম্যাটিক অধ্যায়ের শুরু নির্দেশ করছে।
আইকে/টিকে