দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২৯, মৃত্যু ৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৯ জন নতুন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে এসব তথ্য দিয়েছেন।

করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পোশাক কারখানা খোলা রাখার বিষয় বিজিএমইএ, বিকেএমইএ দেখবে। এটা তো রোগ সেটা সবাইকে বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।

উল্লেখ্য, সরকারি হিসেব মতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১১৭ জন। মোট মৃতের সংখ্যা ১৩ জন।

করোনা: দেশে একদিনেই আক্রান্ত ১৮, একজনের মৃত্যু

 

টাইমস/টিএইচ

Share this news on:

সর্বশেষ