‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এখনো কোনোভাবেই তথাকথিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে, ‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের।

এ সময় তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জিএম কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই-দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

তাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।’

তিনি অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ‘এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না,’ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। ‘এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর সদর–৩ আসনের জনগণ আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে।
জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে,’ বলেন জিএম কাদের।

নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।

জিএম কাদের আরো বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে-দেশ কোন পথে যেতে চায়।’

প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও  রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা Jan 31, 2026
img
রেস্তোরাঁয় খাসির বদলে ভুলে গরুর মাংস খেয়ে অভিনেতা সায়ক চক্রবর্তীর হইচই! Jan 31, 2026
img
কারিনা কাপুরের ফিটনেস ধরে থাকার রহস্য মুলার সালাদ! Jan 31, 2026
img
ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় : রশিদ Jan 31, 2026
img
ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে : ধর্ম উপদেষ্টা Jan 31, 2026
img
নতুন করে আলোচনায় হিরণের ১৯ বছরের মেয়ে নিয়াসা! Jan 31, 2026
img
৫৮ হাজার মেট্রিক টন গম এলো আমেরিকা থেকে Jan 31, 2026
img
ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার Jan 31, 2026
img
রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ Jan 31, 2026
img
ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীকে হুমকি, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ Jan 31, 2026
img
ট্রাফিক আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে ডিএমপির ১৯৪৪ মামলা Jan 31, 2026
img

সিরাজগঞ্জে তারেক রহমান

বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই Jan 31, 2026
img
নির্বাচন সামনে রেখে রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ Jan 31, 2026
img
ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা Jan 31, 2026
img
দার্শনিক ডেভিড হিউমের সমাধি ভাঙচুর করে আঁকা হলো শয়তানের সংকেত Jan 31, 2026
img
হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ জানাল ধর্ম মন্ত্রণালয় Jan 31, 2026
img
এমন স্বামী পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয় : শবনম ফারিয়া Jan 31, 2026
img
৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন আসন্ন নির্বাচনে Jan 31, 2026
img
আবারও বাড়ল অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা Jan 31, 2026
img
নাম্বার ওয়ানকে হারিয়ে প্রথমবার ‘অস্ট্রেলিয়ান ওপেন’ জিতলেন রিবাকিনা Jan 31, 2026