দুলকার সালমান ও মৃণাল ঠাকুরের অনুরাগীদের জন্য সুখবর। ‘সীতা রামম’-এ হৃদয় জয় করা এই জনপ্রিয় অনস্ক্রিন জুটি ফের একবার একসঙ্গে ফিরছেন নতুন গান অ্যালবাম ‘ভিজি ভিজি’ নিয়ে। আবেগঘন গল্প বলা, গভীর রোমান্টিক রসায়ন ও নিখুঁত অভিনয়ের জন্য যে জুটিকে দর্শক আজও মনে রেখেছেন, এবার সেই অনুভূতিই ফিরছে সুরের মাধ্যমে।
মাত্র একটি টিজারেই ইতিমধ্যে আলোড়ন ফেলেছে ‘ভিজি ভিজি’। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা, অনেকের মতে এই অ্যালবাম আবারও প্রেমের নতুন সংজ্ঞা দেবে। দুলকার ও মৃণালের রসায়ন যে শুধু পর্দায় নয়, সংগীতেও সমানভাবে কাজ করে—তারই প্রমাণ মিলতে চলেছে খুব শিগগিরই। বলা যায়, ভালোবাসা আবার বাতাসে।
এবি/টিএ