চাবি, মোবাইল, টাকা প্রভৃতির মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকাতে করণীয়

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী রুখতে সব থেকে ভালো উপায় হলো ঘরে অবস্থান করা। গোটা পৃথিবীর মানুষ নিজ নিজ গৃহে অবস্থান করে ভাইরাসটির ছড়িয়ে পড়া রুখতে সচেষ্ট।

তবে জীবনের নানা তাগিদে আমাদেরকে প্রায়শই ঘরের বাইরে পা রাখতে হচ্ছে। সেই সঙ্গে ঝুঁকি বাড়ছে করোনাভাইরাসটিকে ঘরে নিয়ে আসার। যদিও বাইরে থেকে ফিরে আমরা সচেতনতার সঙ্গে সাবান বা সানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছি। তবুও মনে ভয় থেকে যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র যেমন- মোবাইল ফোন, চাবি কিংবা টাকার সঙ্গে ভাইরাসটি কি আমাদের সংক্রমিত করতে পারে?

আসুন এবার জেনে নিই চাবি, মোবাইল কিংবা টাকার মাধ্যমে ভাইরাসটিতে সংক্রমিত হবার ঝুঁকি কতটা সে সম্পর্কে।

যদি আপনাকে বাইরে যেতে হয়, তাহলে বাড়ি ফিরে আপনার স্মার্টফোন, মানিব্যাগ, টাকা, চাবি প্রভৃতি জিনিসগুলি গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নেবেন?

এ বিষয়ে গ্লোবাল সংক্রামক রোগ ও মহামারী নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ডা. স্টিফেন বার্গার বলেন, “আমরা সবাই ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ পরজীবীর অদৃশ্য সমুদ্রে সাঁতার কাটছি। আপনার সেলুলার ফোন, হাত ঘড়ি, চশমাসহ পৃথিবীর সব কিছুর উপর অগণিত ভাইরাস ব্যাকটেরিয়া ঘোরাফেরা করছে।”

তিনি আরও বলেন, “আশার কথা হলো- এদের বেশিরভাগের কাছ থেকে আমাদের কোনো বিপদ নেই। তাছাড়া আপনার ব্যক্তিগত জগতের প্রতিটি বিষয় বাধ্যতামূলকভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই, শুধু আপনার নিজের হাতটি সঠিকভাবে পরিষ্কার রাখা জরুরি। বিশেষত যখন কোভিড-১৯ সংক্রমণের কথা আসে সেখানে প্রকৃত অপরাধী আপনার নিজের হাত।”

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্দেশিকা মতে কমপক্ষে ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত ওয়াইপ বা স্প্রে ব্যবহার করে ফোন এবং ইলেক্ট্রনিক্স পণ্য পরিষ্কার করলে তা জীবাণুমুক্ত হবে।

“বর্তমানের কোভিড-১৯ মহামারীটির জন্য দায়ী ভাইরাসটি আপনাকে আপনার নাক বা মুখের মাধ্যমে সংক্রামিত করবে। এর কারণ আপনি হয়তো আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। অথবা সংক্রমিত কোনো বস্তু স্পর্শ করেছেন, তারপর হাত না ধুয়ে নাক বা মুখ স্পর্শ করেছেন,” বলেও মন্তব্য করেন তিনি।

এক্ষেত্রে টাকার মধ্য দিয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, টাকা বিভিন্ন ধরণের মানুষের মধ্যে আদান-প্রদান হয় এবং প্রায়শই আমাদের এটি স্পর্শ করতে হয়।

বার্গার বলেন, “খুব কম লোকই বুঝতে পারে যে আমাদের মায়েরা যেমনটা বলেন, টাকা সত্যিই তেমনটা ‘নোংরা’। বেশ কয়েকজন গবেষক তাদের গবেষণায় কাগজের টাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া, পরজীবীসহ অন্যান্য জীবন্ত জিনিসের উপস্থিতি দেখিয়েছেন।”

তবে টাকা জীবাণুমুক্ত করা বা ব্যবহার করা বন্ধ করে দেয়া বাস্তব সম্মত নয়। তাই আমাদের উচিত হবে টাকা, মানিব্যাগ, চাবি, মোবাইল প্রভৃতি নিত্য ব্যবহার্য বস্তু যা আমরা ঘরের বাইরেও ব্যবহার করি এবং যা থেকে ভাইরাসটি ছড়াতে পারে তা স্পর্শ করার পর হাত না ধুয়ে নাক ও মুখ স্পর্শ থেকে অবশ্যই বিরত থাকা। তথ্যসূত্র: ওয়েবএমডি

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা ৪ জানুয়ারি Jan 01, 2026
img
বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা Jan 01, 2026
img
পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী আজ Jan 01, 2026
img
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিয়ে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর মন্তব্য Jan 01, 2026
img
মির্জা ফখরুলের বছরে আয় ১১ লাখ Jan 01, 2026
img
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস Jan 01, 2026
img
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত Jan 01, 2026
img
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন আহমেদ Jan 01, 2026
img
ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত Jan 01, 2026
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং Jan 01, 2026
img
বিয়েতে মসলিন শাড়ি মানেই ঐতিহ্যের নরম ছোঁয়া! Jan 01, 2026
img
আয়-সম্পদের হিসেবে জোনায়েদ সাকিকে ছাড়িয়ে স্ত্রী Jan 01, 2026
img
মুখে অদ্ভুত চিত্র, পাশে আনুশকা, কী বার্তা দিলেন কোহলি? Jan 01, 2026
img
ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্টে তুমুল আলোচনা Jan 01, 2026
img
ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jan 01, 2026
img
নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ Jan 01, 2026
img
শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার কবরে জনস্রোত Jan 01, 2026
img
স্ত্রীসহ দুদকের আসামি আ. লীগের সাবেক কাউন্সিলর Jan 01, 2026
img
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান Jan 01, 2026
img
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো খালেদা জিয়ার সমাধিস্থল Jan 01, 2026