খবর পড়ছে রোবট!

সংবাদ পাঠে মানুষের প্রয়োজন ফুরিয়ে আসছে। সম্প্রতি চীনের বার্তা সংস্থা সিনহুয়া মানুষের মতো দেখতে আর মানুষের মতোই কণ্ঠস্বর এমন সংবাদ পাঠককে হাজির করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি রোবটকে সংবাদ পাঠক হিসেবে তৈরি করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, সিনহুয়া এমন দুটি খবর পাঠক টিভির পর্দায় হাজির করে। এদের একজন ইংরেজিতে এবং অপরজন চীনা ভাষায় খবর উপস্থাপন করেছে। তবে দর্শক-শ্রোতারা তাদের কণ্ঠস্বরকে বেশি যান্ত্রিক বলে সমালোচনা করেছে।

সিনহুয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালকেরা আনুষ্ঠানিকভাবেই সিনহুয়া দলের সদস্য হয়েছে। তারা চীনা ও ইংরেজি দুই ভাষাতেই আপনাদের কাছে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করবে।

চীনের সার্চ ইঞ্জিন সোগোর তৈরি সংবাদ উপস্থাপনকারীরা খবরের বিষয় ও আবেগ বুঝে গলার ওঠা নামা, মুখের অভিব্যক্তি বদল সবই করতে পারে।

তবে দর্শকরা এই সংবাদ পরিবেশনকারীদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

Share this news on:

সর্বশেষ