দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭৪তম দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়াল ৩৮৬ জন। এছাড়া নতুন করে আরও ১৬১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হিসেবে এটিই একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২৬ হাজার ৭৩৮ জনে।
বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় দেশে বিভিন্ন স্থানে ৪৩টি ল্যাবে ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দেশে দুই লাখ তিন হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া নতুন করে ২১৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
টাইমস/এসএন