দুর্ঘটনা থেকে বেঁচে এলাকায় মানবিক সহায়তা পরিকল্পনামন্ত্রীর

নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ তেমন আহত হননি। বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রীর গাড়িচালক মো. নেসার জানান, প্রটোকলের গাড়িটি সামনেই ছিল। পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওনা হন।

পরে তিনি সিলেটের জগন্নাথপুরে তার ঐচ্ছিক তহবিল থেকে করোনায় অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বুধবার দুপুরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করেন। 

টাইমস/জেকে

Share this news on: