শিবপুরে অসহায়দের মাঝে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ

মহামারী করোনাভাইরাস আজ আমাদের স্মরণ করিয়ে দেয় ভূপেন হাজারিকার বিখ্যাত সেই গানের কথা- “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু…..।”

সত্যি আজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জয়নগর (পশ্চিমপাড়া) সমাজ কল্যাণ সংগঠন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নরসিংদীর শিবপুরে শুক্রবার সংগঠনটির উদ্যোগে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার।

“এসো ভালো কাজের সাথে মিশি, সুষ্ঠু সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি শিবপুরের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২২০টি পরিবারকে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক মৎস্য ও প্রাণীবিষয়ক সম্পাদক আ.ফ.ম. মাহবুবুল হাসান মাহবুব।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা অপু। সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রাকিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম সরকার।

সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন সাকিব বলেন, সংগঠনটি জাতির এই দুঃসময়ে অসহায় ও দুস্থদের পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতামূলক কাজ করবে।

 

টাইমস/জিএস

Share this news on: