বিশ্বে প্রায় সাড়ে তিন লাখ মানুষের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া পৃথিবী জুড়ে প্রায় ৫৩ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে বিশ^ব্যাপী করোনায় আক্রান্ত ২১ লাখ ১২ হাজার ১৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিএসএসই'র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৯৭ হাজার ৮৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্তের হিসেবেও যুক্তরাষ্ট্র শীর্ষে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২২ হাজার ৬১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৫৭ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত: ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন।



কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। এ দেশে মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৩৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন।

এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেনে ২৮ হাজার ৬৭৮ জন, ফ্রান্সে ২৮ হাজার ২১৮ জন, ব্রাজিলে ২২ হাজার ১৩ জন, রাশিয়া ৩ হাজার ৩৮৮ জন মারা গেছেন। এসব দেশ ছাড়াও ভারত, পাকিস্তান, সৌদি আরব, কানাডাসহ বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

 

টাইমস/এসএন

Share this news on: