ফল পুনর্নিরীক্ষণে ময়মনসিংহে জিপিএ-৫ পেল আরও ২০৭ জন

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে নতুন করে ২০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া খাতা পুনর্নিরীক্ষণে এই বোর্ডে ৩৬২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এই বোর্ডে অকৃতকার্য থেকে পাস করেছেন ৫০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছেন।

তিনি আরও জানান, ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের ৩‌১ হাজার ৩৩১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।

এর আগে বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছিল ১ লাখ ১২৫ জন। প্রকাশিত ফলাফলে পাসের হার ছিল ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ