আনুষ্ঠানিকতা শুরু, আগামীকাল পবিত্র হজ

হজের আনুষ্ঠানিকতা আজ বুধবার থেকে শুরু হয়েছে। আগামীকল বৃহস্পতিবার পালিত হবে পবিত্র হজ। প্রায় ৯০ বছরের মধ্যে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে এবার হজে অংশ নিতে পারছেন না কেউ। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মাত্র ১০ হাজার হজযাত্রীর পদচারণায় মিনায় অবস্থানের মধ্যদিয়ে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় হজে অংশগ্রহণকারীরা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। মিনার খিমায় (তাঁবু) তাদের সবাইকে একত্রে বুধবার পুরো দিন কাটাতে হবে। মিনায় অবস্থানকালে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

এরপর আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে। আরফার ময়দানই হল হজের মূল কার্যক্রম। এবারের হজে হাজীদের সব খরচ বহন করছে সৌদি সরকার।

 

টাইমস/এসএন

Share this news on: