করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৬ আগস্ট। তবে করোনার চলমান পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সাধারণ ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি বাড়ানো হতে পারে। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এধরণের নির্দেশনা দেয়া হয়েছে।
সাধারণ ছুটির নতুন এই ঘোষণা যেকোন সময় আসতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাস শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো ছুটি ঘোষণা করা হতে পারে। তবে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সে আলোকে সিলেবাস সংক্ষিপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট সে ছুটি শেষ হচ্ছে। ৩১ জুলাই থেকে ঈদুল আযহার ছুটি শুরু হওয়ায় নতুন করে ছুটি বৃদ্ধির ঘোষণা আজকালই দেয়া হতে পারে।
এব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অবস্থা তৈরি হয়নি। সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ার সম্ভাবনা নেই। প্রাতিষ্ঠানিক লেখাপড়া সেপ্টেম্বর থেকে শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সিলেবাস ও কারিকুলাম পর্যালোচনা চলছে।
টাইমস/এসএন