নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে, উচ্চ রক্তচাপের ওষুধ ব্যবহার কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মৃত্যুহার কমাতে পারে এবং উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে সংক্রমণের তীব্রতা হ্রাস করতে পারে।
গবেষকরা হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত এক ধরণের ওষুধ ‘অ্যান্টিহাইপারটেন্সিভস’ গ্রহণ করেছেন এমন ২৮ হাজার করোনা রোগীর উপর সমীক্ষা চালিয়েছেন। গবেষণাটি ‘কারেন্ট অ্যাথোরোসক্লেরোসিস রিপোর্ট’ জার্নালে প্রকাশিত হয়।
গবেষকগণ দেখতে পেয়েছেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত যেসব রোগী অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম ইনহিবিটারস (এসিইআই) বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস (এআরবি) গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে গুরুতর কোভিড-১৯ অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি ০.৬৭ গুণ হ্রাস পেয়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঞ্জেলিয়ার নরউইচ মেডিকেল স্কুলের শীর্ষস্থানীয় গবেষক ড. ভ্যাসিলিওস ভ্যাসিলিও বলেন, “আমরা জানি যে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর কোভিড-১৯ সংক্রমণের বিশেষ ঝুঁকি রয়েছে। মহামারী শুরুর দিকে একটি উদ্বেগ ছিল যে উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ওষুধগুলো কোভিড-১৯ রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আমরা জানতে চাইছিলাম কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মধ্যে এই ওষুধগুলোর প্রভাব কী?”
তিনি আরো বলেন, “এমন কোন প্রমাণ নেই যে, এই ওষুধগুলো কোভিড-১৯ এর তীব্রতা বা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বরং আমরা দেখতে পেয়েছি এটি বিশেষ করে হৃদরোগে আক্রান্ত কোভিড-১৯ রোগীদের রোগের তীব্রতা ও মৃত্যু ঝুঁকি হ্রাস করে।”
তবে গবেষকগণ জোর দিয়ে বলেছেন যে, এই ওষুধগুলো কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে কিনা তা এখন পর্যন্ত বলা সম্ভব নয়। কারণ গবেষণায় বিভিন্ন সীমাবদ্ধতা ছিল এবং এ বিষয়ে আরো বিস্তৃত গবেষণা প্রয়োজন। তবে এটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগ সংক্রান্ত জটিলতা দূর করে যার মধ্য দিয়ে তাদের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়।
এ গবেষণার মধ্য দিয়ে উচ্চ রক্তচাপের ওষুধ ব্যবহার কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ এমন ভ্রান্ত ধারণা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।
তথ্যসূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট (ইউকে)
টাইমস/এনজে