আড়াইহাজারে অভিযান চালিয়ে ৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাও এলাকার কর্মকার পাড়া মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন।

অভিযান চালিয়ে দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও কর্মকার পাড়ায় ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

ইউএনও সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাসের সহায়তার পুরো আড়াইহাজার উপজেলায় অবৈধ সংযোগগুলোকে ১৪টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এ ১৪টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযান পরিচালনাকালে সোনারগাঁও জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: