জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিদো সুগা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদো সুগা। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে শিনজো অ্যাবের পদত্যাগের পর বুধবার সুগা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। সুগা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ডানহাত বলে পরিচিতি রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন ইয়োশিহিদো সুগা।

জাপানের ডায়েটের (সংসদ) নিম্নকক্ষের স্পীকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে ইয়োশিহিদো সুগাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। ৭১ বছর বয়সী সুগা পার্লামেন্টের ৪৬২টি বৈধ ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন।

এদিকে বিজয়ী হওয়ার পরে ইয়োশিহিদো সুগা জানিয়েছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শুরু করা সব কাজ সম্পন্ন করতে চান। এমনকি শিনজো আবের অর্থনৈতিক কৌশল ‘অ্যাবেনোমিক্স’ অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on: