বাড়িতে ত্বকের যত্নের জন্য অনেক ভাল একটি উপায় হলো সিট মাস্ক ব্যবহার করা। পাতলা সিটগুলো সুগন্ধি নির্যাস দিয়ে ভিজানো থাকে, যেটা ত্বককে সতেজ, হাইড্রেট করতে সাহায্য করে এবং ত্বকে তাৎক্ষণিক গ্লো নিয়ে আসে।
অন্যান্য দৈনন্দিন মাস্কের মত এগুলো উঠাতে পানি দিয়ে তুলতে হয়না। সিটের আঁশ সুগন্ধি নির্যাসকে ত্বকে প্রবেশ করতে সাহায্য করে।
কথিত আছে যে সিট মাস্ক বেশিক্ষণ রাখলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু আসলে এটা আমাদের ত্বকে খারাপ প্রভাব ফেলে। বেশিরভাগ সিট মাস্কেই নির্দেশনা দেয়া থাকে যে এটা কতক্ষণ ত্বকে রাখা যাবে। প্রায় সব সিট মাস্ক ব্যবহারের সময়সীমা ১০ থেকে ১৫ মিনিট।
সিট মাস্ক এই সময়ের বেশি রাখলে হিতে বিপরীত হতে পারে। কারণ তখন সিট মাস্ক ত্বক থেকে আদ্রতা ও নির্যাস শুষে নেয়া শুরু করবে। যখন আপনি বুঝবেন যে সিট মাস্কটি শুকিয়ে যাচ্ছে, তখন এটি উঠিয়ে ফেলার উপযুক্ত সময়। সিট মাস্ক উঠানোর পর মুখ ধোয়ার প্রয়োজন নেই, কারণ সম্পূর্ণ নির্যাস আপনার ত্বক শুষে নিবে। শুধু হালকা চেপে সম্পূর্ণ শুষে নেয়ার জন্য ছেড়ে দিতে হবে।
যদি নির্যাস ত্বকের মধ্যে বেশি চটচটে হয়ে থাকে তাহলে টিস্যু ব্যবহার করে সহজেই অতিরিক্ত নির্যাস আলতোভাবে চেপে তুলে ফেলুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
টাইমস/আনিকা/এনজে