করোনা আক্রান্ত ক্রিকেটার আবু জায়েদ রাহী

বাংলাদেশের ক্রিকেট দলে আবারও করোনাভাইরাস হানা দিয়েছে। সর্বশেষ টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর।

বুধবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলারের। বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বিসিবি’র প্রধান চিকিৎসক (স্পোর্টস ফিজিশিয়ান) ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, পেস বোলার আবু জায়েদ রাহী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে এবং পরবর্তীতে টেস্ট করানো হবে।

রাহীকে আইসোলেশনে রাখা হয়েছে। আর রাহীর সঙ্গে থাকায় আলাদা রাখা হয়েছে আরেক পেসার এবাদত হোসেনকেও।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দুরে রাখা হয়েছিল।

সেই ১১ জনেরই করোনা টেস্ট করা হলো গতকাল ২২ সেপ্টেম্বর। একদিন পরই রিপোর্ট পাওয়া গেছে। তাতেই দেখা যাচ্ছে রাহীর করোনা পজিটিভ।

এর আগে করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছিল জাতীয় দলের ওপেনার সাইফ হাসানের। ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যানের দুইবার করোনা টেস্ট করালে প্রত্যেকবার পজিটিভ আসে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ