ফেনীতে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ৩ জন নিহত

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুর্ঘটনার শিকার বিধ্বস্ত বাস ট্রেন লাইনের ওপর থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফেনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, যাত্রীবাহী বাসটি দুমড়ে মুচড়ে ট্রেন লাইনের ওপর পড়ে আছে। অনেক যাত্রী মারাত্মক ভাবে আহত হয়েছেন। তাদেরকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনেক যাত্রী ফেনী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ট্রেন লাইনের ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটি চলে আসে। এসময় ট্রেনের ধাক্কায় বাসটি বিকট শব্দে রাস্তা থেকে ছিটকে পড়ে। এঘটনায় বাস চালক বা ক্রসিংয়ে নিয়োজিত কর্মীদের কোনো গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখবে পুলিশ।

 

টাইমস/এসএন

Share this news on: