রায়হান হত্যার আলামত নষ্ট করায় এসআই হাসান বরখাস্ত

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। থানায় নিয়ে পুলিশী নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার সিসি ক্যামেরা ফুটেজসহ আলামত নষ্ট ও অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তা করায় তাকে বরখাস্ত করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (ডিসি-উত্তর) আজবাহার আলী শেখ বন্দরবাজার ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আসরাফ উল্লা তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে ধরে নিয়ে যায় এসআই আকবর। পরে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে পুলিশ। কিন্তু ঘুষের টাকা দিতে না পারায় রায়হানের ওপর নির্যাতন চালায় এসআই আকবর ও কয়েকজন কনস্টেবল। পরে আহত রায়হান আহমদকে হাসপাতালে নিলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

 

টাইমস/এসএন

Share this news on: