মেঘ কেটে গেলেই বাড়বে শীত

অন্যান্য বছর ঠিক এই সময়ে দেশে শীতের আবহ থাকলেও এবছর আবহাওয়া বেশ আলাদা। গত কয়েকদিন ধরে দেশের আকাশ মেঘাচ্ছন। সারাদিন সূর্য থাকছে মেঘের আড়ালে। কোথাও কোথাও হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ভ্যাঁপসা গরমও পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। তবে গত দুদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে অনেক এলাকায় ঘন কুয়াশা শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) থেকে মেঘ কেটে যাবে। দিনের বেলা সূর্যের আলো থাকবে। এতে দিনের তাপমাত্রা বাড়বে। তবে আকাশ মেঘমুক্ত থাকায় রাতের তাপমাত্রা আগামীকাল রোববার থেকে কমতে শুরু করবে।

আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপের প্রভাবে চলমান সঞ্চালনশীল মেঘমালার কারণে শীতের তীব্রতা শুরু হতে দেরি হচ্ছে। মেঘ কেটে গেলেই দেশে জেকে বসবে শীত।

 

টাইমস/এসএন

Share this news on: