ফেইসবুকে প্রথম বাংলাদেশি নেটওয়ার্ক ডিরেক্টর শাবির শিপন

সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেও বিশ্বমানের আইটি স্পেশালিস্ট হয়ে উঠার গল্পের নায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হায়াত শহীদ শিপন। তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রথম বাংলাদেশি হিসেবে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হয়েছেন। তার বেতন কোটি টাকার উপরে। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের আইটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যাতে কাজ করবে মেধাবী তরুণ-তরুণীরা। বিদেশে মেধা পাচার রোধ করতে চান তিনি। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি।

জানা গেছে, শিপন মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম নেন। গ্রামের স্কুলেই তার পড়াশোনা হয়েছে। পরে তিনি ঢাকা সিটি কলেজে পড়াশোনা শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে ১৯৯৮ সালে তিনি ইংল্যান্ডে যান। সেখানে গিয়ে তার স্বপ্নগুলো নতুন করে পাখা মেলতে শুরু করে। তিনি দেখেন ভারতের তরুণরা সেখানে আইটিতে ভালো করছে। চিন্তা করলেন ওরা যদি পারে তবে আমি কেন নয়। সেই চিন্তা থেকেই ২০০০ সালে তিনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। লন্ডনে গিয়ে তিনি MCSE ও CCNA শেষ করে BSc করেন। পরে তিনি ২০১২ সালে MBA শেষ করেন। এরই মাঝে তিনি ইউনাইডেট ন্যাশনস (UN), Barclays Bank, Morgan Stanley ও Citigroup এ দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি লন্ডনে Cisco Systems এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। অবশেষে তিনি ফেসবুকে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেলেন।

শিপন জানালেন, তার ওই সফলতার পেছনে কাজ করেছে অদম্য ইচ্ছা আর কাজের প্রতি গভীর মনোযোগ। তিনি মনে করেন, কোনো কিছুই অসম্ভব নয়- যদি ইচ্ছার সঙ্গে কাজের সমন্বয় হয়। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরির। যেখানে মেধাবী তরুণদের কর্মসংস্থান হবে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা করল সামরিক জান্তা Apr 02, 2025
img
সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুর Apr 02, 2025
img
কোরবানির আগেই দেশে ফিরবেন তারেক রহমান ও খালেদা জিয়া: আলতাফ Apr 02, 2025
img
বায়ু দূষণ-পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যাডভাইজরি কমিটি গঠন Apr 02, 2025
img
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ Apr 02, 2025
img
সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক: কমে গেল ৩২ শতাংশ শো Apr 02, 2025
img
আইপিএলের মাঝপথে রাজস্থানের অধিনায়কত্বে পরিবর্তন! Apr 02, 2025
img
ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষ, একজন নিহত Apr 02, 2025
img
শাওয়ালের ছয় রোজার বিশেষ গুরুত্ব Apr 02, 2025
img
ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের প্রভাব বাংলাদেশেও পড়ছে : দেবপ্রিয় Apr 02, 2025