পার্সি বিশি শেলি ১৭৯২ সালের ৪ আগস্ট সাসেক্সের হরসেমে জন্মগ্রহণ করেন।
১৮১১ সালে নাস্তিকতাকে সমর্থন করে বই লেখার জন্য শেলি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়। তার ধর্ম অবমাননা ও রাষ্ট্রদ্রোহের কারণে সে সময়কার প্রকাশক ও সাময়িকীগুলো তার লেখা ছাপতো না। কিন্তু পরবর্তী প্রজন্মের কবিদের আদর্শে পরিণত হন শেলি।
তার উল্লেখযোগ্য কয়েকটি বই হলো- ‘কুইন ম্যাব’, ‘অ্যালাস্টার’, ‘প্রমিথিউস আনবাউন্ড’, ‘দি চেনসি’, ‘জুলিয়ান অ্যান্ড ম্যাড্ডালো’, ‘দি মাস্ক অব এনার্কি’, ‘দি উইচ অব এটলাস’, ‘এপিসাইচিডিয়ন’, ‘এডোনাইস’ ইত্যাদি।
মাত্র ২৯ বছর বয়সে ১৮২২ সালের ৮ জুলাই ইতালির পিসায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এই মহান কবি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“শিল্পচর্চার মাধ্যমে আত্মার খাদ্যের সংস্থান করা যায়।”