অর্ধউলঙ্গ পুরুষদের সাথে কিশোরীদের ‘বন্ধুত্বের সুপারিশ’ ফেসবুকের

অর্ধউলঙ্গ মধ্যবয়সী পুরুষের সাথে কিশোরীদের বন্ধুত্ব তৈরির সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৩/১৪ বয়সী কিশোরীদের ৩০০ জন করে মধ্যবয়সী পুরুষকে ‘বন্ধু হিসেবে গ্রহণ’ করার সুপারিশ করছে ফেসবুক। যাদের উর্ধ্বাঙ্গে পোশাক নেই, এমন ছবিই ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে।

তবে ফেসবুক বলছে,  এই সেবাটি সাইন আপ করা কিশোরীদের জন্য একটি সাধারণ অভিজ্ঞতাই। ব্যবহারকারী কিশোরীরা সেটিংস অপশনে গিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে পারে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিল্ড্রেন (এনএসপিসিসি) সামাজিক যোগাযোগের এই বড় প্লাটফর্মটিতে শিশুদের বন্ধু সুপারিশগুলো স্থগিত করার আহবান জানিয়েছে।

এনএসপিসিসি-এর প্রধান অ্যান্ডি বারোস বলেন, নেতিবাচক বন্ধুদের কাছে শিশুরা নিরাপদ নয়। কারণ এটি যৌন নিপীড়নের ঘটনাকে সহজ করবে। এক্ষেত্রে ফেসবুক শিশুদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ব্যবহারকারীরা যাদের চিনেন কিংবা চিনতে পারেন এমন বন্ধুকেই আমরা ‘বন্ধুত্বের অনুরোধ’ জানানোর সুপারিশ করি। এছাড়া কোনো স্ট্যাটাস দেয়ার সময়ও আমরা ব্যবহারীকে সতর্ক করি, সেটা পাবলিক হবে নাকি বন্ধুদের কাছেই সীমাবন্ধ থাকবে।

ফেসবুকের মতে, শিশুদের সুরক্ষা ব্যবস্থা তাদের রয়েছে। তাদের গবেষণা দল ও বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করে। শিশুদের যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে না হয় সেদিকে তারা কড়া নজর রাখছেন।

উল্লেখ্য, এ বছর অক্টোবরে ফেসবুক ৯০ লাখ ব্যবহারকারীদের নগ্ন প্রোফাইল ছবি সরিয়ে ফেলেছে।

 

Share this news on: