কুমিল্লায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান। তবে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল কাদের (৩৭)।
জানা গেছে, ২০০৫ সালে আবদুল কাদেরের সঙ্গে আয়েশা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহসহ নানা বিরোধের জের ধরে ২০১০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ২০১৩ সালের ১২ আগস্ট আবদুল কাদের ছুরি নিয়ে হামলা করে আয়েশার ওপর।
একপর্যায়ে তার বুকে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর পর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আয়েশার। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা আবুল হোসেন মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন।
টাইমস/এসজে/এসএন