বাইডেনের শপথ অনুষ্ঠানে ২০ হাজার সেনা মোতায়েন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে ওয়াশিংটনে ২০ হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হচ্ছে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আগামী ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানে বড় ধরণের সহিংসতা করতে পারে বলে গোয়েন্দারা জানিয়েছে। আর এই আশঙ্কা থেকেই ওয়াশিংটনে বিপুল ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটন জুড়ে ১৫ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন। তবে বুধবার ডি. সি পুলিশের প্রধান রবার্ট জে কনটি থ্রি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আরও ৫ হাজার সেনা অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডবের পর আসন্ন শপথ অনুষ্ঠনে আর কোনো ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন। যে কারণে এরই মধ্যে ক্যাপিটল হিলের আশপাশে ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে সেখানে আরও ৫ হাজার সেনা যোগ দেবে।

এছাড়া ক্যাপিটাল হিলে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। ক্যাপিটাল হিলের চারপাশে তৈরি করা হয়েছে আটফুট উঁচু ধাতব দেয়াল। সব সেনা সদস্যের হাতে দেয়া হয়েছে মারাত্মক অস্ত্র। এছাড়া এই প্রথম মার্কিন সেনাদের মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: