রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে অ্যাঞ্জেলিনা জোলি

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের দেখতে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে পৌঁছেছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে তিনি এই সফর করছেন।

তিন দিনের সফরে সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান বিশ্বখ্যাত এ অভিনেত্রী। 

এর আগে ২০১৭ সালে তিনি রোহিঙ্গা নারীদের অসহায়ভাবে পাশবিক নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন।

ওই সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভ্যানকুভারে জাতিসংঘ পিসকিপিং মিনিস্টেরিয়েলে জোলি যৌন নিপীড়নের শিকার নারীদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন।

অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিন দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দেখা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

এর আগে ২০১৮ সালে একই উদ্দেশ্যে কক্সবাজার পরিদর্শন করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

 

টাইমস/এইচইউ

Share this news on: