আফগানিস্তানের রাজধানী কাবুলে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রাজধানী কাবুলের দারুল আমান সড়কে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনটি বোমা বিস্ফোরিত হয়। খবর আনাদোলু এজেন্সির।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি বলছে, এখন পর্যন্ত হামলার দায় কোনও পক্ষ স্বীকার করেনি। তবে বিস্ফোরণ স্থলে পাওয়া আলামত পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে বোমা হামলার ঘটনাটি এমন সময় ঘটলো যখন মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করেছে।
পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্থ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে অবশ্যই দেশটির নাগরিকদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আফগানিদের রাখতে চায় না পেন্টাগন।
টাইমস/এসএন