কমিউনিস্টদের হত্যা করতে নির্দেশ দিলেন দুতার্তে

ফিলিপিন্সের কমিউনিস্ট বিদ্রোহীদের হত্যা করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে আয়োজিত এক সরকারি সভায় এ নির্দেশ দেন দুতার্তে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) ফিলিপিন্সের প্রেসিডেন্ট এ নির্দেশ দেন রদ্রিগো দুতার্তে।

সরকারি সভায় ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি, যদি কখনো কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়, তবে তাদের যেন শেষ করে (হত্যা) ফেলা হয়। পুলিশ ও সেনাদের নিশ্চিত হতে হবে, যাকে গুলি করা হয়েছে সে মারা গিয়েছে কিনা।

দুতার্তে আরও বলেন, গুলি করে কমিউনিস্টদের মারা হলেও তাদের লাশ যেন পরিবারের কাছে পৌছানো হয়। মানবাধিকারের তোয়াক্কা করতে হবে না। এটা আমার নির্দেশ। আমি জেলে যেতেও রাজি আছি। এটা কোনো সমস্যা নয়, কিন্তু কমিউনিস্টরা আমাদের সমস্যা।

 

টাইমস/এসএন

Share this news on: