ঢাবিতে ৭ লাইনের বিজ্ঞপ্তিতে ২২টি ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের সশরীরে ক্লাস শুরু বিষয়ক ভুলে ভরা একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হচ্ছে।

গতকাল বুধবার নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. শায়লা শারমিন সাক্ষরিত ৭ লাইনের এ বিজ্ঞপ্তিতে অন্তত ২২টি বানান ভুল দেখা গেছে।

বানান ভুলের বিষয়টি স্বীকার করে অধ্যাপক শায়লা বলেন, 'সই করার সময় ভুলগুলো খেয়াল করিনি'। এ ভুলের জন্য ক্ষমাও চান তিনি।

আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আগামী ১৮ই অক্টোবর থেকে সশরীরে বিভাগটির ক্লাস শুরু হবে। ক্লাসে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা গ্রহণ করতে হবে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী শ্রেণি কক্ষে আসতে পারবে না।

Share this news on: