দেশে ভরণপোষণ আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, পিতামাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো যাবে না।
সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বে প্রতি ছয়জনের মধ্যে একজন প্রবীণ নিপীড়নের শিকার হন । তাই পিতামাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো উচিত নয়। সন্তানদের শুধু পিতামাতার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শুধু পিতামাতার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে তাহলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে।'
তিনি আরও বলেন, 'একাধিক সন্তান থাকলে, সমঝোতার ভিত্তিতে পিতামাতার ভরনপোষণের দায়িত্ব নিতে হবে। আর তাদের থেকে আলাদা বসবাস করলে,যুক্তিসঙ্গত অর্থ প্রদান করতে হবে। পিতামাতার ভরণ-পোষণ দেওয়ার পাশাপাশি সন্তানদের দাদা-দাদি, নানা-নানির প্রতি দায়িত্বপালন করতে হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো.মমতাজ উদ্দিন আহমেদ।