অনলাইনে পরিচিতদের নিয়ে ঝুঁকি বেশি

প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণের ফলে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ছেন। বিভিন্ন অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। মুহূর্তের মধ্যেই আপন করে নিচ্ছেন অনেক অপরিচিতকে।

চেনা নাই, জানা নাই এরকম অনলাইন বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়ছেন গভীর সম্পর্কে। ব্যক্তিগত নানা তথ্য ও ঘটনা ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আর এই অনলাইন সম্পর্ক কারও কারও মনের অজান্তেই ডেকে আনছে নানা বিপদ। তাই গবেষণা বলছে, অনলাইন সম্পর্কের পরিচিতরা অনেক অপরিচিতদের থেকেও ভয়ংকর ও বিপজ্জনক।

সম্প্রতি মাইক্রোসফটের এক গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতদের থেকে মানুষ অপ্রত্যাশিত ফোনকল, মেসেজ এবং যৌনউত্তেজক ছবি ও ভিডিও পেয়ে থাকেন। বিভিন্নক্ষেত্রে এগুলো অনেকের জীবনে মারাত্মক ঝুঁকি আনে।

গবেষণায় দেখা যায়, অনলাইনের সঙ্গে সম্পর্কিত ঝুঁকির ৬০ ভাগ আসে ওইসব পরিচিতদের থেকে যাদের সঙ্গে কেবল অনলাইনে পরিচয় হয়েছে। যেখানে মাত্র ২৮ ভাগ ঝুঁকি আসে পরিবারের সদস্য ও বন্ধুদের থেকে।

মাইক্রোসফটের প্রধান অনলাইন নিরাপত্তা কর্মকর্তা জ্যাকুলিন বলেন, গবেষণায় দেখা যায় অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের থেকে অনলাইন জগতে দ্বিগুণ বেশি নিপীড়নের শিকার হয়েছেন।

ব্যক্তিগত চরিত্র, লিঙ্গ, বয়স ও শারীরিক বৈশিষ্ট্যের কারণেই ব্যবহারকারীরা অনলাইনে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেন জ্যাকুলিন।

প্রতিবেদনে বলা হয়, হুমকি, মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমেই মূলত এই ঝুঁকিগুলো আসে।

Share this news on:

সর্বশেষ