ইতিবাচক ধারায় রেমিট্যান্স, ২৫ দিনে এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্স। মূলত বিভিন্ন ছাড় ও সুবিধা দেয়ার পর বৈধ চ্যানেলে প্রবাসী আয়ে সাড়া মিলছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে দেশে ১৭২ কো‌টি ৯৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। চলমান ধারা এ অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ২১৪ কোটি ডলার।

রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এসময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৬৪ লাখ ডলার। আর বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে ২ কোটি ১০ লাখ ডলার।

গত জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে জোয়ার ছিল। ওই মাসে আসে ২০৯ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার কোটি টাকা। আর চলতি বছরের জুনে আসে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠান প্রবাসীরা। আগের অর্থবছরের চেয়ে যা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কম। ২০২০-২০২১ অর্থবছরে আসে ২ হাজার ৪৭৮ কোটি ডলার।

Share this news on: