বিশ্বের ক্ষমতাধর ৮০টি দেশের তালিকায় বাংলাদেশ স্থান পায়নি। তবে সেই তালিকায় মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ঘানা এমনকি দারিদ্র্যপীড়িত দেশ নাইজেরিয়ার নামও রয়েছে।
সোমবার মার্কিন গবেষণা সংস্থা ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট বিশ্বের ক্ষমতাধর ৮০টি দেশের তালিকা প্রকাশ করে। দেশের নেতা, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, শক্তিশালী আন্তর্জাতিক জোট এবং সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে।
বিশ্বের সেরা ক্ষমতাধর শীর্ষ ১০টি দেশের প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইসরায়েল, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার অবস্থান।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৭তম, পাকিস্তান ২২তম, মিয়ানমার ৫৩তম অবস্থানে রয়েছে। আর শ্রীলঙ্কার অবস্থান ৬০তম।
২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে গবেষণাটি পরিচালিত হয়।
টাইমস/এসআই