প্রেসিডেন্টের পতন চেয়ে আলজেরিয়ায় বিশাল বিক্ষোভ

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফ্লিকার ২০ বছরের শাসনের অবসান চেয়ে রাস্তায় নেমেছে লাখো মানুষ।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী আলজিয়ার্সে দেশটির জাতীয় পতাকা নিয়ে  বুতাফ্লিকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাজধানী ছাড়াও বেজিয়া, অরান, বাটনাসহ অন্যান্য শহরেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর আলজিয়ার্সে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে থাকে। ৮২ বছর বয়সী রাষ্ট্রপতির তরুণ প্রজন্মের নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে তারা। যদিও বিকালের দিকে বিক্ষোভকারীদের সংখ্যা কমতে থাকে।

২৩ বছর বয়সী ইজিদ আম্মারি নামের এক বিক্ষোভকারী বলেন, বুতাফ্লিকাকে দ্রুত ক্ষমতা থেকে সরে যেতে হবে।

ডা. মাদিজিন বেঞ্জিদা নামের এক বিক্ষোভকারী বলেন, যারা মনে করছে আমরা ক্লান্ত, তারা ভুল। আমাদের প্রতিবাদ বন্ধ হবে না।

রয়টার্স আরও জানায়, বিক্ষোভের ঘটনায় বড় কোনো সংঘর্ষ না হলেও বিক্ষোভকারীদের হামলায় ১১ জন পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভে অংশ নেয়া ৭৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

আলজেরিয়ার জাতীয় পুলিশ (ডিজিএসএন) এর একটি বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যা, চুরি এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ধ্বংসযজ্ঞে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: