হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা, রিশাদের অভিষেক

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে টাইগাররা।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। অভিষেক হতে যাচ্ছে লেগ-স্পিনার রিশাদ হোসেনের। নাসুম আহমেদের পরিবর্তে খেলবেন তিনি। আর মোস্তাফিজুরের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম। আয়ারল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে।

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে হাথুরুসিংহের শিষ্যরা। জয়ের ধারা অব্যাহত রাখে টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জেতে ২২ রানে। আর দ্বিতীয় ম্যাচে জিতে নেয় ৭৭ রানের বিশাল ব্যবধানে। তাতেই আগে-ভাগে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের। পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাদায়ের, রস অ্যাদায়ের, কুর্তিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ম্যাথু হ্যাম্প্রেস।

Share this news on: