আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় মোবাইল ফোনের উৎপাদক কর্তৃক স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) শূন্য শতাংশের পরিবর্তে ২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ মূসক আরোপপূর্বক প্রজ্ঞাপনের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এ ছাড়াও উল্লিখিত প্রজ্ঞাপনের কতিপয় শর্ত যৌক্তিককরণ ও নতুন শর্ত সংযোজনের প্রস্তাব করেন তিনি।