স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ইতিধ্যে শুরু হয়ে গেছে আর স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশ। জেসিআই বাংলাদেশ এর আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট এটুআই এর সহযোগিতায় আগামী ৯-১০ জুন ২০২৩ তারিখে ইন্টারনাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "জেসিজাই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩"।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন "স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো” আয়োজকরা।
সংবাদ সম্মেলনে এসপায়ার টু ইনোভেট-এটুআই এর সম্মানিত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন "সরকার 'স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়ান কাজ করছে, এগুলো হচ্ছে- মার্চ সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সৃষ্টিশীল তরুণদের সংগঠন জেসিআই বাংলাদেশ যে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সেজন্য তারা প্রশংসা পাওয়ার দাবি রাখে।"
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া বলেন "আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশে "স্মার্ট বাংলাদেশ" শীর্ষক এতো বড় আয়োজন এটাই প্রথম। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য মাত্রার সাথে জেসিআই বাংলাদেশ সংগঠনের তারুণ্যদীপ্ত অংশগ্রহণ এক ভিন্ন মাত্রা যোগ করবে।"
এসময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারী নিয়াজ মোর্শেদ এলিট, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির এবং এটুআই প্রোগ্রাম এর হিউম্যান ডেভলপমেন্ট মিডিয়া ম্যানেজার পূরবী মতিন।