ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি তিন তরুণ নিহত

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় মঙ্গলবার রাতে দেশটির সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি বিভাগের বরাত দিয়ে বুধবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী ওমর আবু লেয়লা। রামাল্লা উত্তরাঞ্চলে আবউইন গ্রামের কাছে একটি বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে তাকে হত্যা করা হয় বলে ইসরায়েলের সিন বেট নিরাপত্তা সংস্থা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, নাবলুস নগরীর একেবারে নিকটবর্তী ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান জোসেফ স্মৃতিস্তম্ভের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ২১ বছর বয়সী রাইদ ও ২০ বছর বয়সী জায়িদ নুরি নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানটি পরিদর্শন করতে আসা ইহুদি ভক্তদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারলে সেখানে সৈন্যরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

 

 

টাইমস/এসআই

Share this news on: