আবরারের বাবা-মাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নিহতের পারিবারের প্রতি প্রধানমন্ত্রী সহমর্মিতা প্রকাশ করেন।

আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমি শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন এ তথ্য জানান।

তিনি জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে তারা গণভবনে যান এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এসময় প্রধানমন্ত্রী আবরারের মা-বাবার প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি আবরারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও আবরারের ভাই উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর নর্দ্দা এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত বাসের নিচে চাপা পড়ে নিহত হন আবরার।

 

টাইমস/জিএস

Share this news on: